Amar Dukkhe Tumi Chords (আমার দুঃখে তুমি) bengali song is sung by Iman Chakraborty and Silajit Majumder from Ajogyo Bengali Movie. Amar Dukkhe Tumi Lyrics. Amar Dukkhe Tumi Lyrics Chords. Music composed by and lyrics written by Anupam Roy. Anupam Roy Amar Dukkhe Tumi Chords. Ajogyo bengali film directed by Kaushik Ganguly.
Amar Dukkhe Tumi Chords
[Intro]
D Gm D G
D
তোমার দুঃখে আমি
F#m
আমার দুঃখে তুমি,
G A
আমাদের এই বেঁচে থাকা।
D
আকাশ শূন্য করে
F#m
পাখিদের ঝাঁক চলে,
G A
যাওয়ার দৃশ্য মনে রাখা।
D
হুম হুম হুম.. (x2)
D Gm D G
D G Gm A
D
ভেঙে যাওয়া মিছিলের
Em
পথে পড়ে থাকা
A7 D
চেনা কোনো স্লোগানের শব্দমালা,
D
তেমন শব্দ কিছু
E
ছিলো না কারোর তাই
A D
শুনতে পাইনি আমি বদ্ধ কালা।
Bm G A
ক্ষত তার বাজে নূপুরে
Bm A
সুর সুরে, ক্লান্ত দেহে।
D
গাছের কোটরে আমি
F#m
মুখ গুঁজে একা একা,
G A
ফিসফিস করে বলি কথা।
D
সেই কথা রাত হলে
F#m
প্যাঁচাদের পালকে,
G A
ঝরে যাওয়া সময়ের ব্যথা।
D
হুম হুম হুম..
D Gm D Gm
Bm F# G D
D Em
মিথ্যে শহরের এক ব্যস্ত সকাল
A D
আমাকে ডাকছে ভেবে একটু থামি,
D E
আসলে আমার কোনো প্রয়োজনই নেই
A D
ব্যর্থতা বুকে নিয়ে দাঁড়াই আমি।
Bm G A
গ্রীষ্মের পোড়া দুপুরে
Bm A G
ঘুরে ঘুরে, ক্লান্ত দেহে।
D
তোমার দুঃখে আমি
F#m
আমার দুঃখে তুমি,
G A
আমাদের এই বেঁচে থাকা।
D
আকাশ শূন্য করে
F#m
পাখিদের ঝাঁক চলে,
G A
যাওয়ার দৃশ্য মনে রাখা।
D
হুম হুম হুম..
D
গাছের কোটরে আমি
F#m
মুখ গুঁজে একা একা,
G A
ফিসফিস করে বলি কথা।
D
সেই কথা রাত হলে
F#m
প্যাঁচাদের পালকে,
G A
ঝরে যাওয়া সময়ের ব্যথা।
D G D Gm
হুম হুম হুম..
%20Ajogyo%20%20Iman%20%20Silajit.jpg)
Amar Dukkhe Tumi Guitar Chords
Thanks For Visit