Ekta Golpo Bolo Chords (একটা গল্প বলো) Lagnajita Chakraborty

Ekta Golpo Bolo Chords (একটা গল্প বলো). This bengali song is sung by Lagnajita Chakraborty from Onko Ki Kothin bengali movie. Ekta Golpo Bolo Lagnajita Chakraborty Chords. Ekta Golpo Bolo Lyrics. Amake golpo bolo song  music composed by Debdeep Mukherjee. 

Ekta Golpo Bolo Chords

 

[Intro]
G#m  D#m  C#m  F#

G#m
আমাকে গল্প বলো

D#m
একবার গল্প বলো,

C#m
একটু গল্প বলো

F#
কি হলো তারপরে?

C#m
খিদে পেলে আমার খালি

D#m
তোমার কথাই মনে পড়ে,

C#m
খিদে পেলে আমার কেন

F#
তোমার কথাই মনে পড়ে?

D#m
আমাকে গল্প বলো

                    G#m
কি হলো তারপরে?

G#m
ডাকনাম চিবুক জানে

D#m
আদরের বন্ধু আদর,

D#m
উড়ো মন জুড়িয়ে ধরে

D#m
শিকলে বাঁধলে বাঁধো।

C#m                             F#m
কথা দাও লুকিয়ে রাখা হজমিগুলি

F#m
আমায় দেবে,

D#m
তুমিও আমার মতো

                               G#m
কি হবে এখন ভেবে।

G#m
আমাকে গল্প বলো

D#m
একবার গল্প বলো,

C#m
একটা গল্প বলো

F#                     G#m
কি হলো তারপরে?

G#m                        D#m
আলগা চাঁদের জল, মেঘের দোতারা

C#m                 G#m
অবাদ্ধ উজ্জ্বল সাতশো ফোয়ারা, (x2)

G#m
বলো বলো কি হয় যদি

G#m
গল্প লিখি পরীক্ষাতে,

C#m            D#
এইতো ছিল পাখির মতো

G#m
পথ হারালো কোন ছায়াতে।

C#m
স্বপ্ন দেখার গল্প গুলো

      D#m
স্বপ্ন দেখার একটু পরে,

D#m
ডাকলে ছুঁচো পেটের ভেতর

                                 G#m
তখন কি কেউ অঙ্ক করে।

G#m
আমাকে গল্প বলো

D#m
একবার গল্প বলো,

C#m
একটা গল্প বলো

F#                  G#m
কি হলো তারপরে?

Em  C#m
ভয় বকুনির লুকোই খাতা

F#
চার পেয়েছি এবার দশে,

D#m
তুমি বলো লোডশেডিংএ

F#
এখন কি কেউ পড়তে বসে?

C#m
সবাই কে দাও ভর্তি বাটি

F#
তোমার বেলায় কম পড়েছে,

D#m
আমরা খেলেই তোমার নাকি

F#
ম্যাজিক করে পেট ভরেছে।

G#m
আমি কিছু রং পাঠালাম

D#m
তুমি কিছু রং পাঠিও,

C#m
দেখো একা দাঁড়িয়ে আছে

F#
ভাগ হওয়া সংখ্যাটিও।

G#m
একবার খেলতে চলো

D#m
মুছিয়ে চোখের জল-ও,

C#m
একবার গল্প বলো

F#                  G#m
কি হল তারপরে?

G#m                        D#m
আলগা চাঁদের জল, মেঘের দোতারা

C#m                 G#m
অবাদ্ধ উজ্জ্বল সাতশো ফোয়ারা, (x2)

C#m
মনটা আমার আটকে আছে

F#
আঁচার শিশির ঢাকনা প্যাঁচে,

D#m
যে মন দিয়ে অঙ্ক করে

F#   
তার অঙ্কটাই গুলিয়ে গেছে।

G#m
আমি সব ছড়িয়ে রাখি

D#m
তুমি সব সামলে দিয়ো,

C#m
জ্বালিয়ে আলোর বাতি

F#
সন্ধ্যে নামলে দিয়ো।

G#m
করেছি ধুলোয় জড়ো

D#
এসো না বৃষ্টি পড়ো,

C#m
আমি সব করবো মাটি

F#
তুমি সব জ্যন্ত করো,

C#m
বরফের গল্প বলো

F#            D#m
আমাদের ভীষণ জ্বরে,

D#m   
মানুষের গল্প বলো

                     G#m
কি হলো তারপরে?

Ekta Golpo Bolo Chords (একটা গল্প বলো) Lagnajita Chakraborty

Ekta Golpo Bolo Chords

Thanks For Visit

Post a Comment

Previous Post Next Post